আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারার হাইলধর ইউনিয়নে পুকুরে ডুবে নিলুফা মনি (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১২টার দিকে ইউনিয়নের খাসখামা এলাকার নাছির মুহাম্মদের বাড়ির পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়।
জানা যায়, নিহত শিশু স্থানীয় প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। জসিম উদ্দিনের দুই ছেলে দুই মেয়ের মধ্যে নিলুফা মনি ছিল সবার ছোট।
স্থানীয় মো. রুবেল নামে এক যুবক জানান, বেলা ১২টার দিকে তার মা কাজে ব্যস্ত থাকা অবস্থায় শিশুটি বাড়ির পিছনে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি পরীক্ষার পর মৃত্যু নিশ্চিত হয়ে কর্তব্যরত চিকিৎসক শিশু নিলুফা মনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
সিএসপি/বিআরসি