সিএসপি ডেস্ক:
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্য অপহরণ মামলায় গ্রেপ্তার আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে রিমান্ড শুনানি হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।
সিএসপি/বিআরসি