সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো-২০২৪ এর উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা দুই রাষ্ট্রের বিষয় নয়।
মন্ত্রী আরও বলেন, সার্বিক বিষয়ে বাংলাদেশ মিশন যোগাযোগ রাখছে কলকাতা পুলিশের সঙ্গে। তদন্ত চলছে, বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে।
সিএসপি/বিআরসি