কাপ্তাই প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রে পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। পাশাপাশি বিঘ্নিত হচ্ছে পাঁচ উপজেলার সঙ্গে নৌ চলাচলও।
দীর্ঘদিনের অনাবৃষ্টি এবং পলিমাটি ভরাটের কারণে লেকের পানির স্তর কমে যাওয়ায় এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসেছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, পানি বিদ্যুৎকেন্দ্রে রয়েছে পাঁচটি ইউনিট। এগুলো একযোগে সচল থাকলে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বর্তমানে মাত্র এক ইউনিট সচল রয়েছে।
বর্তমান সময়ে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯০ ফুট মিন সি লেভেল (এমএসএল) থাকার কথা থাকলেও রয়েছে ৮০ ফুট মিন সি লেভেল। অর্থাৎ রুলকার্ভের পরিমাপ অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে প্রায় ১০ ফুট পানি কম রয়েছে।
এদিকে কাপ্তাই হ্রদে ভারী বৃষ্টিপাত না হলে পানি বাড়ারও সম্ভাবনা নেই। এতে পানি স্বল্পতায় দিন দিন কমে আসবে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ।
এবিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, দীর্ঘদিনের অনাবৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানির স্তর কমেছে। এতে বর্তমানে একটি ইউনিট দিয়ে দৈনিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। সামনে বৃষ্টি হলে এবং হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে তিনি জানান।
সিএসপি/বিআরসি