বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে ঋণের টাকা নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে পারভিন আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলীচাঁন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভিন ওই এলাকার আকবর হোসেনের স্ত্রী। পারভিন ১২ বছর বয়সী এক ছেলে এবং তিন শিশুকন্যার জননী ছিলেন।
স্থানীয়রা জানান, পারভিন আক্তার ব্যাংকের কিস্তি দেওয়ার জন্য প্রতি সপ্তাহের মতো আজ সকাল ১০টায় দিকে বসতঘর থেকে বের হয়ে কিছু দূর গেলে পথে বজ্রপাতে মুখ জ্বলসে যায়। এতে তার কোলে থাকা শিশুকন্যার মাথার চুলও পুড়ে গিয়ে আহত হয়। এ সময় পারভিন আক্তারের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন বলেন, ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা প্রতি সপ্তাহের মতো আজ সকাল ১০টায় দিকে টাকা নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে মুখ জ্বলসে গিয়ে পারভিন আক্তারের মৃত্যু হয়। এতে তার কোলে থাকা শিশু কন্যার মাথার চুল পুড়ে গিয়ে আহত হয়েছে।
সিএসপি/বিআরসি