রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৪টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।১৮ অক্টোবর (বুধবার) সকালে এসব অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। জানা যায়, পদুয়া রেঞ্জ কর্তৃক উপজেলার ঠাকুরদিঘী মোট ৪টি অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। এসময় করাতকলে ব্যবহৃত মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়, নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। এসময় অবৈধ কাঠও জব্দ করা হয়।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সহকারী বন সংরক্ষক মহোদয় ও বনকর্মীদের সা্থে নিয়ে উপজেলার ঠাকুরদীঘি বাজারে ফরিদুল আলম, ফিরোজ কামাল,আব্দুল মান্নান,ইসলামের মোট ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযান কালে বিট কর্মকর্তাগণসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।