Logo
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

২য় বছরে ইউএনও মেধাবী এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সমগ্র উপজেলার ৫হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র উদ্যোগে ২য় বছরের মত ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী এ্যাওয়ার্ড প্রতিযোগিতা ২০২৩ এর ১ম পর্বের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার ৯ টি ইউনিয়নের ৯টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার ১০ম শ্রেণির প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৪০ জন, গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৭ জন, আধুনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৭ জন, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬২ জন, পুটিবিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১০ জন, কলাউজান ডা: এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৫ জন, চরম্বা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৬ জন, চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৯জন ও পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জানা যায়, ১ম পর্বের ফলাফল প্রকাশের পর ২য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৪ পর্বে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। চূড়ান্ত ফলাফলে বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ইউএনও শরীফ উল্যাহ লোহাগাড়া উপজেলায় যোগদানের পর থেকেই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২য় বছরের মত ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী এ্যাওয়ার্ড প্রতিযোগিতা শুরু হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ইউএনও জানান, মেধাবী এ্যাওয়ার্ড প্রতিযোগিতা বা শিক্ষা নিয়ে আমার অন্যান্য সকল কার্যক্রমই শিক্ষার মানোন্নয়ন তরান্বিত করার লক্ষ্যেই। প্রতিযোগিতাগুলো কয়েক পর্বে সম্পন্ন হয়ে থাকে। এগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দ্রুতই উন্নতি করছে। তাদের মেধার বিকাশ ঘটছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে শিখছে। গতবছরও আমরা এর সুফল পেয়েছি। আশা করি, এবছরও সবগুলো প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হবে।

এ সময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান,সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী জিন্নাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ