নিজস্ব প্রতিবেদক:
নগরের পাহাড়তলী থানার সাগরিকা পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্রসহ ১৯ মামলার পলাতক আসামি মো. মহসিন ওরফে মইস্যাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩১ মে) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সীতাকুণ্ড থানার পূর্ব বাকখালী এলাকার নুরুল আলমের ছেলে মহসিন ওরফে মইস্যা (৩৫), হালিশরের মধ্যম হালিশহর ধোপাপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে অনিকুল ইসলাম অনিক (৩৩) এবং বাঁশখালীর পশ্চিম বরঘোনা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফ ওরফে আরিফ মইনুদ্দীন (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় পাহাড়তলী থানার সাগরিকা পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মহসিন ওরফে মইস্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র এবং হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
অপরদিকে, শুক্রবার রাত দেড়টায় নগরের হালিশহরের ধোপাপাড়া এলাকা থেকে অনিকুল ইসলাম অনিক নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হালিশহর এবং পাহাড়তলী থানায় চুরি-ছিনতাই ও ডাকাতির সাতটি মামলার রয়েছে।
এছাড়া রাত সোয়া ২টায় হালিশহরের পানিরকল এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী এবং চট্টগ্রামের কোতোয়ালী থানায় চুরি-ছিনতাই এবং অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, গ্রেপ্তার আসামিদের সীতাকুণ্ড, বাঁশখালী এবং হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি