সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে নির্মিত ২২ তলা ভবনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।
সংগঠনের নেতারা এক বিবৃতিতে দাবি করেন, এই ভবনের পাহারাদারদের দ্বারা স্থানীয় অনলাইন পোর্টাল সিপ্লাস এর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবনটিকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করে অবিলম্বে জব্দ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দ্রুত দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতারা জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন-বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদাসহ আরও কয়েকজন নেতৃবৃন্দ।
নেতারা বলেন, অবৈধ উপার্জনের মাধ্যমে অর্জিত সম্পদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।