চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় প্রকাশ্যে রাস্তার উপর ছুরিকাঘাত করে স্ত্রী চাঁদনী খাতুন (২২)কে খুন করেছে মাদকাসক্ত স্বামী মো. সবুজ খন্দকার।
গত শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বন্দর থানাধীন বাকের আলী টেকের মোড় এলাকায় হত্যাকান্ডটি ঘটে। একইদিন দিবাগত রাতে একই থানাধীন ধুমপাড়া এলাকায় চালিয়ে সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
নিহত চাঁদনী খাতুন খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁনমিয়ার কন্যা। সে চট্টগ্রাম নগরীর সিইপিজেডের এভারটুবি বাংলাদেশ লিমিটেড নামক একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে স্বামীকে নিয়ে বন্দর থানার উষাপাড়া মাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের দিকে সবুজের সাথে চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকে চাঁদনীকে সবুজ প্রায়ই নির্যাতন করতেন। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে বেশ কিছুদিন আগে তিনি আশ্রয় নেন মামার বাসায়।
গতকাল শনিবার বিকাল ৫টার দিকে পোশাক কারখানা থেকে ফেরার পথে বন্দর থানাধীন বাকের আলী টেকের মোড় এলাকায় তার গলায় ছুরিকাঘাত করে আহত করেন স্বামী সবুজ।
পরে স্থানীয় লোকজন চাঁদনীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, ছুরিকাঘাতে এক নারীকে খুনের ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে জানা যায়, ওই নারীর স্বামী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতে অভিযান পরিচালনা করে সবুজকে গ্রেপ্তার করে টিম বন্দর। মনোমালিন্যের কারণে পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করা হয়েছে জানায় ওসি।