নিজস্ব প্রতিবেদক:
নগরের হালিশহরে জুয়া খেলা আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ মে) সবুজবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার তাস এবং নগদ ২ হাজার ১৩০ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো. হোসেন মিয়া (৪৫), ইকবাল হোসেন জুয়েল (৩৫), মো. সিরাজ ভান্ডারী (৭৪), মো. নুরুল ইসলাম (৩৬), মো. জহির (৩৫), আবুল বশর (৪৭), মো. ইব্রাহিম (৫৫), মো. আবুল কালাম (৪২), মো. আজিজুল হক (৫০), মো. আবু হেনা (৫০), মো. হুমায়ুন (৩৫) এবং মো. সহর উদ্দিন (৩৫)।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে হালিশহর থানার মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি