চট্টগ্রামের হালদা ও কর্ণফুলী নদীর মোহনাথেকে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে প্রত্যেককে এক লাখ করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোর্সের খবরে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ঙপৌণে ১২টার দিকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের গণি মিয়ার ঘাটে অভিযানটি পরিচালিত হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলো-ভোলার সদর উপজেলার বাসিন্দা মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ মনিরুল ইসলাম। তারা দুজনেই শ্রমিক হিসেবে বালু তোলায় নিয়োজিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
তিনি বলেন, হালদা নদী থেকে বালু তোলা এবং ড্রেজার ও বাল্কহেডে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে একটি অসাধুচক্র বালু উক্তোলন করছিলেন।
এমন তথ্য পেয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন এবং পুলিশের একটি টিম সাথে নিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বালু তোলার ঘটনায় জড়িত মূল হোতাদের কাউকে আটক করা সম্ভব না হলেও ড্রেজার দিয়ে বালু তুলে বাল্কহেড (নৌযান) ভর্তি করার সময় দুজনকে আটক করা হয়। পরে প্রত্যেককে একলাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে জানান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।