হাটহাজারী প্রতিনিধি:
হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শার কুমারখালীঘাট এলাকায় আরও দুটি কাতলা মা মাছ মরে যাওয়ার পর ভেসে উঠেছে।
শুক্রবার (২৮ জুন) মৃত মা মাছ দুটি উদ্ধার করা হয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা থেকে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি মা মাছ ও একটি অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধার হওয়া মৃত দুটি মাছের মধ্যে একটিতে বড়শির আঘাত রয়েছে। অপরটি পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেও হালদা নদীতে চারটি মা মাছ ও একটি ডলফিনের মৃত্যু হয়েছে।
সিএসপি/বিআরসি