রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং হাতির সুরক্ষা নিশ্চিতকরণে টহল,পথচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা করেছে চুনতি অভয়ারন্য রেঞ্জ।
৬ নভেম্বর সকালে চুনতি অভয়ারন্য রেঞ্জের আওতাধীন চুনতি অভয়ারন্য বিট, হারবাং বিট ও আজিজনগর বিট, সুফিনগর, কালোশিকদার পাড়া,হরিনা গুচ্ছ গ্রাম,মিরিখিল নতুন পাড়া,কুলপাগলী,হাটখোলামুড়া,চাকফিরানীঘোনারমোড়, বড়হাতিয়া মনুফকির হাট এবং ৭ নভেম্বর সকালে হারবাং, আজিজনগর অভয়ারণ্য বিটের উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়,নতুন বাজার,নাপিতের চিতা,মসজিদ মুড়া,চরপাড়া,জাঙ্গালিয়া,চুরাখোলা, পশ্চিম ভিলেজার পাড়া, গাইনাকাটা এলাকায় টহল, পথচারী, স্থানীয় জনগন ও বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীদের সাথে হাতি মানুষ- দ্বন্ধ নিরসনে এবং হাতির সুরক্ষা নিশ্চিত করণে সচেতনতা বিষয়ে মতবিনিময় ও টহল জোরদার করা হয়েছে।
পৃথক এসব জনসচেতনামুলক মতবিনিময় সভায় সচেতন করতে গুরুত্বপুর্ণ বক্তব্যে রাখেন চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
মতবিনিময় ও টহল জোরদারে বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, স্টাফ, ইআরটি সদস্য, সিপিজি সদস্য, ভিসিএফ সদস্য এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, স্টাফ, ইআরটি সদস্য, সিপিজি সদস্য, ভিসিএফ সদস্য এবং অন্যান্য সদস্যদের সাথে নিয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং হাতির সুরক্ষা নিশ্চিতকরণে টহল,পথচারি ও শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করি। সবাইকে এসব বিষয়ে জনসচেতা সৃষ্ঠিতে উদ্ধুদ্ব করি। তিনি আরও বলেন,হাতি সংরক্ষণ দেশের জীববৈচিত্র্য রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে মানুষের জানমাল সুরক্ষার পাশাপাশি হাতির অস্তিত্বও টিকিয়ে রাখা সম্ভব হবে।