হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং রেললাইনের পাশে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পিপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে সোহরাব হোসেন নোমানের স্লিপ ক্যাম্প, চেয়ার ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর ও জোবড়া রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল প্রার্থীর সমর্থকরা ৭-৮ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে দুইজন ভোটার গুলিবিদ্ধ হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সিএসপি/বিআরসি