রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
শিক্ষার মানোন্নয়ন ও স্মার্ট শিক্ষা নিশ্চিতকরণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। সেটি বাস্তবে রূপ দিয়েছেন। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেটিও বাস্তবে রূপ নিবে। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইদিনে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, অসামাজিক কার্যকলাপ বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষা বিষয়ে অনুষ্ঠিত আরেকটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, অসামাজিক কার্যকলাপ একটি জাতির উন্নতির ক্ষেত্রে অন্তরায়। আমাদের তরুণ ও যুব সমাজকে এগুলো থেকে বিরত রাখতে পারলেই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা দ্রুতই এগিয়ে যাবো।
ইউএনও শরীফ উল্যাহ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, ফেসবুক আসক্তি, বাল্যবিবাহ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে আমাদের যুবসমাজকে বিরত থাকতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষক ও অভিভাবকদেরকে এসব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্যও তিনি অনুরোধ জানান।
সমাবেশে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল আলম, পিআইও মাহবু্ব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু কোম্পানী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মিয়া মোঃ শাহজাহান, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সাধারণ, সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।