শারজাহফেরত বিমান যাত্রীর অভিনব কায়দায় স্বর্ণ পাচারের প্রচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধিদল।
যাত্রীর লাগেজ তল্লাশি করে পাওয়া গেছে ৯১০ গ্রাম ওজনের স্বর্ণ। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা। পরে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ যোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ মোকসুদ আহমেদ।
তিনি কোনো ধরনের পূর্ব ঘোষণা ব্যতীত চোরাচালানের উদ্দেশ্যে অভিনব পন্থায় সিলভারের প্রলেপ লাগিয়ে স্বর্ণবারগুলো শারজাহ থেকে বহন করে এনেছেন।
বিমানবন্দরের গ্রীন চ্যানেল ব্যবহার করে বের হওয়ার আগে গোপন সোর্সের তথ্যে যাত্রী মোকসুদকে চ্যালেঞ্জ করে লাগেজ তল্লাশি শুরু করেন কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধিদল।
এতে ব্যাগের চ্যানেলের ভেতর হাতঘড়ির চেইন আকারে, মোবাইলের অ্যাডাপ্টারের ভেতর, এয়ারপডের ভেতর লুকায়িত অবস্থায় ৯১০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান,এসব সোনার কাস্টমস ডিক্লেয়ার ছিল না। ফলে স্বর্ণবারগুলো ডিএম মূল্যে জব্দ এবং ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা।