নিজস্ব প্রতিবেদক:
নগরের খুলশীর থানার টাইগারপাস এলাকায় ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের সময় আমিনুল ইসলাম নামে এক পুলিশের এসআইকে আটক করেছে জনতা। এ সময় মো. জাহেদ নামে পুলিশের এক সোর্সকেও আটক করা হয়।
রোববার (১৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটক দুইজনকে আটক করে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়।
এ বিষয়ে জানতে খুলশী থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিএসপি/বিআরসি