Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

স্বর্ণ চুরি করে ‌পালাতে গিয়ে পু‌লিশের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক:

নগরের নিউমার্কেট বিপনী বিতানের এক‌ স্বর্ণের দোকান থেকে স্বর্ণ চু‌রি করে বিদেশ পা‌লিয়ে যাওয়ার সময় দোকান কর্মচারী‌ চন্দন ধর (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

বুধবার (২২ মে ) পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সাহায্যে বিদেশে পালানোর সময় ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার দেয়া ত‌থ্যের ভি‌ত্তিতে কোতোয়ালী থানার হাজারী গলি এবং হাটহাজারী থানার মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটক চন্দন ধর রাঙ্গু‌নিয়া থানার মধ্য বেতাগী বনিকপাড়া ৩নং ওয়ার্ডের ৭নং বেতাগী ইউনিয়নের গৌরাঙ্গ চন্দ্র ধরের ছেলে।

পুলিশ যায়, চু‌রি হওয়া চৌধুরী জুয়েলার্স নামক দোকানটি কোতোয়ালীর নিউমার্কেটের বিপনি বিতান শপিংমলের দ্বিতীয় তলার ১৯৫নং দোকান।

দোকানের মা‌লিক কাঞ্চন মল্লিক (৬৫) নামে একস্বর্ণ ব্যবসায়ী। গত ২৩ মার্চ দোকানের কর্মচারী চন্দন ধরসহ দোকানের অন্যান্য কর্মচারী মালিকের অজান্তে বিভিন্ন দফায় ৬টি স্বর্ণের নেকলেস চুরি করে পালিয়ে যায়। যার ওজন ২২ ভরি।

পরে গত ২ এ‌প্রিল এ ব্যবসায়ী কোতোয়ালী থানায় লি‌খিত অ‌ভিযোগ করে দোকান মা‌লিক। পরে পু‌লিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বিদেশ পালানোর সময় আসামি চন্দন ধরকে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এসএম ওবায়েদুল হক বলেন, আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ