সিএসপি ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করলো আধাকেজি স্বর্ণ গুঁড়োসহ মো. নেজাম উদ্দিন নামে এক যাত্রীকে।
ব্যাগেজের ভেতরে ট্যাপ দিয়ে সুকৌশলে মুড়িয়ে আধাকেজি স্বর্ণগুঁড়ো লুকিয়ে এনেছিলেনে এ যাত্রী। কিন্তু শেষ রক্ষা হলো না। বিমান বন্দরের এনএসআই টিমের হাতে ধরা পড়লো এ চোরাচালান।
রোববার (১৭ মার্চ) সকাল ৭টা ৩৫ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে তারা এ স্বর্ণচালান জব্দ করে।
জানা যায়, বোয়ালখালীর মো. নেজাম উদ্দিন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন তিনি। তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিএসপি/বিআরসি