Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে-সিভাসু উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের দোসরদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে -ছাত্রশিবির সভাপতি

স্বনির্ভর বাংলাদেশ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধি;

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।

সভায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আবছার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার আক্তার,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন,আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমামু্ল আবেদিন চৌধুরী রিপন,পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আলম জিকু, কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক খোরশেদ আলম সিকদার, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন বাচ্চু, চরম্বা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সৈয়দ হোসেন মেম্বার,পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু, চুনতি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব হাফেজ আহমদ ডিয়ার, পুটিবিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন চৌধুরী, কলাউজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিক উদ্দিন।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আসহাব উদ্দিন চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।আজকের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে ঢাকার রাজপথে নেমে আসে। এ বিস্ফোরণের মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্তা লাভ করে বাংলাদেশ। এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।তিনি আরও বলেন, আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে।কোন নেতাকর্মী,সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দেয়নি।এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সব ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবিলম্বে নির্বাচন দিয়ে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য সচিব আবু তাহের রুবেল, যুবদল নেতা ফোরকানুল হক, সাবেক সিনিয়র সদস্য ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, যুবদল নেতা জহিরুল ইসলাম, মহি উদ্দিন,দিদারুল আলম,গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন শিহাব,শহীদুল্লাহ সাগর, মোঃ শওকত, মহি উদ্দিন, তৌহিদ,আরিফু্ল ইসলাম বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেছান আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাকিল মোঃ নয়ন, যুগ্ন আহবায়ক মহি উদ্দিন,সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক মোঃ সোহেল, সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সিয়ামুল ইসলাম সায়েম, উপজেলা ছাত্রদল নেতা আরমান,কুতুব উদ্দিন মামুনসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ