সিএসপি ডেস্কঃ
নগরের স্টেশন রোডে লেবুর আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চলে।
অভিযানে দেখা যায়, রোজার আগের দিনেই হঠাৎ বেড়ে গেল লেবুর দাম। যে লেবু গত সপ্তাহে আড়তে ৫-৭ টাকা বিক্রয় হয়েছিল তা এখন ১২-১৩ টাকা। দাম বাড়লো প্রায় দ্বিগুণ।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।
ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ সিএসপি নিউজকে বলেন, আড়তে মূল্য তালিকা নেই। একেক সময় একেক দামে বিক্রয় করে ওরা। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। এই পযন্ত ৩টা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি