Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতকানিয়ার ২ যুবক

সাতকানিয়া প্রতিনিধি:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৩০) ও মো. তারেক (২৭) নামে সাতকানিয়ার দুই যুবক নিহত হয়েছেন।একইসঙ্গে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১১ টা এবং বাংলাদেশ সময় রাত ২টার দিকে দেশটির জেদ্দা-মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের মাঝের দোকান এলাকার মিয়াপাড়া এলাকার নুর আহমদের ছেলে ও তারেক একই এলাকার আবদুল করিমের ছেলে।

মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনম সেলিম বলেন, মহিউদ্দিন মদিনায় একটি খেঁজুর বাগানে কাজ করতেন। অন্যদিকে তারেক কাপড়ের দোকানে কাজ করতেন। দু’জনই তাদের বন্ধু মনছুরের গাড়িতে করে জেদ্দা শহরে ঘুরতে এসেছিলেন। ফেরার পথে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। আহত মনছুরকে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ