লোহাগাড়া প্রতিনিধি:
সৌদিয়া আরবে সড়ক দুর্ঘটনায় মো. রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় (সৌদি সময় রাত ৯টায়) আবাহার মাহাইল এলাকার এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিদওয়ানুল উপজেলার চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মফিজ কোম্পানিপাড়ার আবুল হাসেমের ছেলে। নিহত রিদওয়ানুল প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদিয়া আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, ঘটনার রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পান। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদের সেখানে দাফন কিংবা দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সিএসপি/বিআরসি