রায়হান সিকদার, লোহাগাড়াঃ
শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না বরণ সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে প্রকৃত ভাল মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।২৫ অক্টোবর সকালে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড়হাতিয়া ইউনিয়ন শাখার উদ্যাগে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ A+ পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।
নাজমুল মোস্তফা আমিন আরও বলেন,তোমাদের ভালো স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে ভালো পড়াশোনার বিকল্প নেই।মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নেতৃত্ব বিকাশের ধারক। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের সংগঠন ছাত্রদলের মহতী উদ্যোগেগুলোকে দেশ,সমাজ গনমানুষের মাঝে ছড়িয়ে দিয়ে আগামীর নেতৃত্ব সৃষ্টিতে বর্তমান প্রজন্মদের এগিয়ে আসার দৃঢ় আহবান জানান।
বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালম আজাদের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম,দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী,লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আলম মেম্বার,যুগ্ম আহ্বায়ক শামশুল আলম মেম্বার, যুগ্ম আহ্বায়ক এডভোকেট বাহার উদ্দিন. বড়হাতিয়া ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট নোমান।
অনুষ্ঠানে বড়হাতিয়া ইউনিয়ন যুবদল নেতা রবিউল হোসেন. ইউনিয়ন যুবদল নেতা হান্নান, উজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সাবেক আহ্বায়ক কায়েস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক হেমায়েত মানিক, সাবেক আহ্বায়ক সদস্য এহসানুল হক আহাদ, সাবেক সদস্য ওমর ফারুক.সাবেক ইউনিয়ন ছাত্রনেতা হেলাল উদ্দীন, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুহুল আমিন,বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ সারজিল, ইউনিয়ন ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান,ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাইম,সহ-প্রচার সম্পাদক মাইনুদ্দীন ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব আল আমিনসহ বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।সভা শেষে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের কে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।