রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।২৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ের পার্শ্বের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মহিউদ্দিন মোস্তফা আমিন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ`র সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোবারক আলী,প্রাক্তন শিক্ষক দেবাশীষ আচার্য্য, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আমিনুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইউসুফ, শেলী পাল,মনিকা দাশ, আতিকুল হক, আবদুল কাদের, মোঃ পারভেজ,সহকারি শিক্ষক অনামিকা দে, ফরিদুল আলম, অফিস সহকারি সাইফুল ইসলাম, সমাজকর্মী আজিজুল হক।এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।