সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় লরিচাপায় নাম মো. মহিউদ্দিন (৩৮)নামে এক পথচারী নিহত হয়েছে।
নিহত মহিউদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে।
বুধবার ( ২৭ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাদামবিবির হাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, এদিন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পথচারী মহিউদ্দিন মিস্ত্রি ঐ যুবক পাইপপিটারের কাজে যোগ দেয়ার উদ্দেশে বের হয়ে উপজেলার মাদামবিবিরহাটে পারাপারের সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, ঘটনার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ঘাতক ওই লরিটি আমরা আটক করেছি। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
সিএসপি/বিআরসি