সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন থেকে অস্ত্রসহ মো. হান্নান (৩৪) নামে এক যুবককে আটক করেছে সীতাকুণ্ড পুলিশ।
বুধবার (২০ মার্চ) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হান্নান সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন সিএসপি নিউজকে বলেন, সীতাকুণ্ড এলাকায় বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ছোট কুমিরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো. হান্নানকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটকের পর আসামি হান্নান স্বীকার করে সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
সিএসপি/বিআরসি