সিএসপি ডেস্কঃ
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে প্রথমবারের মতো সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তরুণ সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন ‘অগ্রজের সঙ্গে’ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানটি।
জানা যায়, প্রথম পর্বে তরুণদের মুখোমুখি হবেন দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক ও সিইউজের প্রবীণ সদস্য মো. মোয়াজ্জেমুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন চ্যানেল টুয়েন্টি ফোরের রিজিওনাল এডিটর ও সিইউজের সিনিয়র সদস্য মো. কামাল পারভেজ।
সংগঠনের সভাপতি তপন চক্রবর্তী সিএসপি নিউজকে বলেন, সংগঠনের সিনিয়র সাংবাদিক ও তরুণ সাংবাদিকদের মাঝে পেশাগত বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।এরই ধারাবাহিকতায় আগামীকাল প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। আশাকরি এ অনুষ্ঠানটি সবার উপভোগ্য হবে।
এ অনুষ্ঠানে সিইউজে-এর সদস্যদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
সিএসপি/বিআরসি