Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

সিআরবি কাঠের বাংলো এলাকা থেকে ৬ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:

নগরের সিআরবি কাঠের বাংলোর নিচে তিন রাস্তার মোড় এলাকা থেকে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন-মো. বাচ্চু (৩৮), মো. মনির হোসেন (২৫), মো. মানিক (৩১), মো. ইয়াছিন আরাফাত (২৫), আলমগীর মাসুদ ওরফে আলাউদ্দিন মাসুদ ওরফে মাসুদ (৪২) ও মো. জহির ওরফে জহুরুল ওরফে জয় (২৪)।

পুলিশ জানায়, সিআরবি কাঠের বাংলো এলাকায় তিন রাস্তার মোড়ে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি টিপ ছোরা ও একটি প্লাস্টিকের হাতলযুক্ত স্টেন লেইন ছোরা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক সিএসপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ