সিএসপি ডেস্কঃ
নগরের কোতোয়ালি সিআরবি কাঠের বাংলো মোড় থেকে ছয় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) রাতে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চারটি টিপছোরা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) এবং মো. রিয়াদ (১৯)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন সিএসপি নিউজকে বলেন, সিআরবি কাঠের বাংলো এলাকায় সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি ধারালো টিপছোরা জব্দ করা হয়। আটক ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি