রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষ। ভেঙ্গে গেছে ঘরবাড়ি। মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন।
৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ,মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, পুটিবিলা ইউপি সদস্য আবুল হাসেম,ইউপি সদস্য আবদুল কাদের, বড়হাতিয়া ইউপি মেম্বার আবু বক্কর সিদ্দিক রানা, উপজেলা পিআইও অফিসের শুভংকর চাকমা প্রকাশ বাবু, শরীফুল ইসলাম, আতিক,আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন সহ অন্যানারা উপস্থিত ছিলেন।