Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকুরীতে পূনঃবহালের দাবী চট্টগ্রাম প্রেস কমিউনিটির

সিএসপি নিউজ : ফ্যাসিবাদ সরকারের চক্রান্তের স্বীকার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকুরীতে পূনঃবহালের দাবী জানিয়েছেন চট্টগ্রাম প্রেস কমিউনিটির নেতৃবৃন্দরা।
১০ ডিসেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম প্রেস কমিউনিটির নেতা এবং দৈনিক আজকালের খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মানস চৌধুরী বলেন,” ফ্যাসিবাদ সরকারের চক্রান্তের স্বীকার সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা
থেকে অব্যাহতি পূর্বক তাকে আগের চাকুরীতে পদোন্নতি দিয়ে পূনঃবহালের দাবী জানাচ্ছি। বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের প্রতি আমাদের আবেদন তার বিরুদ্ধে চলমান মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে বিশেষ অনুরোধ জানাচ্ছি।
দেশের মানুষ জানে বাবুল আক্তারকে কিভাবে ফ্যাসিবাদ সরকার চক্রান্তের মাধ্যমে স্ত্রী হত্যা হত্যার দায়ভার চাপিয়ে দিয়েছে।”

উল্লেখ্য, স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে রিটে হাইকোর্ট জামিন বহাল রাখায় তিনি গত ৪ ডিসেম্বর বুধবার বিকাল ৫.৩০ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তিনি ঢাকায় তার বাসায় অবস্থান করছে বলে জানা গেছে।
এর আগে গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট
মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট চট্টগ্রাম তৃতীয় অতি‌রিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুর করেন।

২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নৃংসভাবে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বাবুল আক্তার সেই মামলায় আসামি হন। গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাবুল আক্তারকে জামিন দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ