রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাঙ্গালিয়ানার পশ্চিম পার্শ্বে এলাকায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার উত্তর আমিরাবাদ ঘোনা পাড়ার মৃত সামশুল ইসলামের পুত্র মোঃ ইউনুচ (৫৫)।
২ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ। তিনি মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাঙ্গালিয়ানার পশ্চিম পার্শ্বে বসে প্রকৃতির কাজ করতে গিয়ে তাকে সাপে কামড় দেয়। সে ওখান থেকে হাসপাতালে না এসে তার বাড়িতে চলে যায়। তার অবস্থা খারাপ হওয়ার পরেই রাত ৮টার পরে আমাদের হাসপাতালে নিয়ে আসে। অামরা বিভিন্ন ভাবে চিকিৎসা সেবা দিয়ে চেষ্ঠা করেছি। তার অবস্থা আগে থেকেই আশংকাজনক হওয়ায় মৃত্যুবরণ করে।