রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৯ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারী কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃতের নাম সাহাব উদ্দিন(৩৮)।সে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ৯নং ওয়ার্ডের গোয়াজার পাড়ার মৃত ইসহাক মিয়ার পুত্র ।
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় থেকে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় থানা পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে চট্টগ্রাম অভিমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯হাজার পিস ইয়াবাসহ ১মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি,জানান।