লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের বানিজ্যিক নগরী সাতকানিয়া লোহাগাড়া উপজেলা নিয়ে একটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক ও উন্নয়নমুলক সংগঠন “সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন” নামে সংগঠনের শুভ উদ্বোধন হয়েছে। ২০ সেপ্টেম্বর, জুমাবার বিকাল ৪ টায় পদুয়া লোহাগাড়া টার্প স্পোর্টস এ্যারোনায় সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী (পি.বি.এম গ্রুপ) ও সমাজ সেবক দিদারুল আলম চৌধুরী।সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন সভাপতি ওবাইদ বিন নুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইন্জিনিয়ারিং বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর চেয়ারম্যান ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোহাম্মদ জোবাইর ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, সামরাজ ট্রাভেলস এন্ড ট্যুরস সত্ত্বাধিকারী মুহাম্মদ আবু ছিদ্দিক, লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, , বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম ও মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব উদ্দীন ও অর্থ সম্পাদক ফাহাদ চৌধুরী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু বক্কর, সহ সভাপতি ফারহান মাহাবুব মিজান ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।