সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন থেকে তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাজমুল ইসলাম ইমন (২১), মো. সাঈদ হোসেন রানা (২০) ও আবীর মাহমুদ শাওন।
শুক্রবার (২১ জুন) রাতে ইউনিয়নের সাতকানিয়া রাস্তার মাথা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পথচারীদের চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইলসহ মালামাল ছিনতাই করত তারা। এদের মধ্যে ইমন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচুয়া সিকদার বাড়ির মো. ইসলামের ছেলে। রানার বাড়ি লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে। ঠাকুরদীঘি সরোয়ারের বাড়ির মো. আলীর ছেলে রানা এবং শাওন কেঁওচিয়ার পূর্ব মাদারবাড়ড়ি এলাকার মো. আমিনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিএসপি/বিআরসি