বাঘাইছড়ি প্রতিনিধি:
বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. চাঁন মিয়া নামে এক অটোরিকশা চালক মারা গেছেন।
নিহত চাঁন মিয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিদনগর এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে খাস্রাং রিসোর্টের সামনে উঁচুটিলা উঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে চালক মারা যায়।
সিএসপি/বিআরসি