সিএসপি ডেস্ক:
পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সদস্য ও দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার এম এ কাউসারকে হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিইউজে।
সোমবার (৮ এপ্রিল) এক বিৃবতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনও সাংবাদিককে হত্যার হুমকি দেয়া কাম্য হতে পারে না।
কোনও নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মী যখন এমন কাজ করেন, এটি পুরো রাজনৈতিক সমাজের জন্য কলঙ্ক হয়ে দাঁড়ায়।
তারা বলেন, সংবাদে ভুল থাকলে ভুক্তভোগী হিসেবে দেশের প্রচলিত আইন মেনে প্রতিকার চাইতে পারতেন।
কিন্তু তা না করে সরাসরি হত্যার হুমকি দেয়া ফৌজদারি অপরাধের শামিল। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাংবাদিক নেতারা।
প্রসঙ্গত, দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জের ধরে কাউন্সিলর হুরে আরা বেগম ও রাশেদ হায়দার সোহেল নামের এক ব্যক্তি সাংবাদিক এমএ কাউসারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় সাংবাদিক কাউসার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সিএসপি/বিআরসি