Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন লোহাগাড়ার সন্তান ডাঃ মাহমুুদুর রহমান

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক, লোহাগাড়ার গর্বিত সন্তান, ট্রমা,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।

৩ অক্টোবর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে,স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মরত জাতীয় বেতন স্কেল ২০১৫সালের ৪র্থ গ্রেডে ডাঃ মাহমুদুর রহমানকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হল।

সদ্য সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত, লোহাগাড়ার কৃতি সন্তান ট্রমা,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান,সরকারি চাকরী করি মানবসেবার ব্রত হিসেবে। মানবসেবার জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। সহকারি অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এটা আমার সরকারি চাকরি হিসেবে বড় প্রাপ্তি। সকলের দোআ সবসময় কাম্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ