রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সড়াইয়া দুর্গম এলাকায় সরকারি রাস্তা কেটে ফেলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠির অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় এলাকার বাসিন্দা মোঃ নুরুচ্ছাফা, নুর আহমদ,হারেস মিয়া বাদী হয়ে একই এলাকার ওয়াহেদ ও খোকনকে বিবাদি করে পুটিবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাযের করেন।অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পুটিবিলা দক্ষিণ সড়াইয়া বাবুল বাজার হয়ে বাঘঢেপা হয়ে কেয়াজু পাড়া সরই ইউনিয়ন সড়কের বাঘঢেপা সড়কটি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকজন চলাচল করে আসছে। এসড়ক দিয়ে ১৫/২০ পরিবারের মত মানুষের যাতায়াত রয়েছে। কিন্তু দীর্ঘদিনের চলাচল সড়কটি গত ২৬ জানুয়ারি এবং ২৭জানুয়ারি সকালে উল্লেখিত বিবাদীরা রাস্তাটি কেটে ফেলে। এতে করে সাধারণ জনগণ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হতে দেখা গেছে। এলাকার ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়াতেও অসুবিধা হচ্ছে।এলাকার বাসিন্দা নুরুচ্ছাফা জানান, আমাদের সড়াইয়া বাঘঢেপা এলাকায় ১৫/২০পরিবার বসবাস করে। এ সড়কটি দিয়ে চলাচল করে থাকে। তবে প্রতিপক্ষরা আমাদের চলাচলের রাস্তাটি কেটে ফেলে। সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।অন্যদিকে,অভিযুক্ত ওয়াহেদ জানান,কিছুদিন পুর্বেও এক ব্যক্তি সড়কটি কেটে দিয়েছিল। আমরাও সড়কটি কেটে দিয়েছি, তারা আমাদের চলাচলে বাঁধা প্রদান করছে।স্থানীয় ইউপি সদস্য,পেয়ারু মিয়া জানান, সড়াইয়া বাঘঢেপা সড়কের মাঝখানে কেটে ঘটনা শুনেছি। এটা কোনভাবেই কাম্য,নয়। এটা চরম অন্যায়। বিষয়টি আমি চেয়ারম্যান কে অবহিত করেছি ।পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, দক্ষিণ সড়াইয়া এলাকায় সরকারি রাস্তা কেটে দেওয়া সম্পূর্ণ অন্যায়। এটা অমানবিক কাজ। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আগামী রোববারে শুনানি হবে। উভয়পক্ষকে ডেকে শালিসী বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান,বনবিভাগের জায়গায় রাস্তাটি যারাই কেটেছে,অনেক অন্যায় কাজ করেছে। বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি।স্থানীয়রা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।