লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরবাদ ইউনিয়নের ব্যাংক এশিয়ার পিছনে সরকারি খাস জায়গা অবৈধ দখলে রেখে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানেকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গাটি অবৈধভাবে দখলে ছিল।তারা এ জায়গা দখল করে টিন দিয়ে স্থাপনা গড়ে তুলেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়। পরবর্তীতে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে। উদ্ধারকৃত সরকারি খাস জায়গার বর্তমান মূল্য দেড় কোটি টাকা হবে ।উদ্ধারকৃত জমিতে জনকল্যাণমুখী কোনো প্রকল্প হাতে নেবে। লোহাগাড়া বটতলী বাজারে কোনো পাবলিক টয়লেট নেই। আমরা এই জায়গা সেই কাজেও ব্যবহার করতে পারি।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।