রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ চেরি গ্রামার স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর(মঙ্গলবার) সকালে স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
আমিরাবাদ চেরি গ্রামার স্কুলের অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ ডাঃ জালাল আহমদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন স্কুলের সভাপতি,আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক কুতুব উদ্দিন বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ,হাসেম পার্কের স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসেম, সাংবাদিক রায়হান সিকদার,শিল্পী নাছির মাহমুদ।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন ও সাইমুন সুলতানা রুথী।
বিশেষ অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেছেন, সন্তানদের মোবাইল ব্যবহারে সতর্ক থাকবেন। প্রত্যেক ইভেন্ট সুন্দর হয়েছে।আমি এসব ইভেন্ট দেখে অভিভূত।ইভেন্টে অংশগ্রহনের কারণে শিক্ষার্থীদের মনোবল বাড়বে। শিক্ষার্থীরা মেধার মননয়ে গতিশীল করে এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে পারবে।শিক্ষার্থীদের প্রতিভাবানের কারণে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।যেকোন ধরণের সমস্যা পড়লে থানা পুলিশকে অবহিত করবে।আপনাদের অনেকেই প্রবাসী,যেকোন কাজে লেনদেন করতে গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও সতর্ক থাকবেন। অনলাইনে পণ্য কিনতে গিয়ে সতর্ক থাকতে হবে। আপনার সন্তানেরা আপনাদের মুখ উজ্জল করবে আদর্শিক মানুষ হয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন,মা-বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেনা।নীতি-নৈতিকতা নিয়ে আপনার সন্তানদের কে মানুষ করতে হবে। তারা অনেক ছোট্ট, তাদের কে ধর্মীয় অনুভূতি সম্পর্কে জাগ্রত করতে হবে। কাদামাটির মত এখন যেটা পারবেন,বড় হলে সেটি করতে পারবেন না, তারা আগামীতে চ্যালেঞ্জ মোকাবেলার মত গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, ছেলেমেয়ের কারণে মা-বাবাকে বিব্রত অবস্থায় পড়তে হয়,সেজন্য আপনার সন্তানদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আপনাদের সন্তানদের স্বপ্ন দেখাতে হবে। স্কুলের পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে সন্তানরা বাড়িতে কি করছে সেটি খেয়াল রাখতে হবে।সুনাগরিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আপনার সন্তানদেরকে মানুষ। দেশের মুখ উজ্জল করতে হবে। মেধা,মননে সন্তানেরা মানুষ হয়ে গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী,মেধা তালিকায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিরা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, সকল অভিভাবক-অভিভাবিকারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।