সিএসপি ডেস্ক:
ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘জীবন গ্রুপ’ র চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ( ১৬ মার্চ) রাতে নগরের সদরঘাট এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরের সদরঘাটের ডিটি রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়েছে। তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে ‘জীবন গ্রুপ’ এর কিশোর গ্যাং গ্রুপের সদস্য ১। মো. পারভেজ হোসেন (২৮), পিতা-আব্দুল খালেক, সাং-শিলাইগড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ২। মো. শাহীন (৩২), পিতা-শওকত আলী, সাং-পশ্চিম মাদারবাড়ী, থানা-সদরঘাট, ৩। মো. রফিকুল ইসলাম (৩০), পিতা-জয়নাল মিয়া, সাং-এলখাল, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং ৪। মো. মিল্লাত (৩২), পিতা-আব্দুল খালেক, সাং-শিলাইগড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম তাদের আটক করা হয়।
এসময় আসামিদের দেহ তল্লাশী করে ১টি স্টিলের চাপাতি, ১টি ফোল্ডিং টিপছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে তারা ‘জীবন গ্রুপ’ নামক কিশোর গ্যাং এর হয়ে দীর্ঘদিন ধরে মহানগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডিটি রোড এলাকায় একত্রিত হয়েছিল।
র্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ১নং আসামি মো. পারভেজ হোসেনের বিরুদ্ধে মহানগরের সদরঘাট এবং কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল
সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সিএসপি/বিআরসি