রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্প ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
১৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা মাদ্রাসা গেইটে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম হাফেজ মৌলানা নাজিম উদ্দিন(৩৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুখছড়ি বারেক চৌধুরী পাড়ার নুরুল হকের পুত্র।
স্থানীয় এলাকার বাসিন্দা আজিমুল হক জানান, ঘটনার দিন মৌলানা আজিমুল হক তার বোনের শ্বশুর বাড়িতে পদুয়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাজঘাটা মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে তিনি মারা যান।
দোহাজারি হাইওয়ে থানার ওসি খাঁন এরফান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।