সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানার উদ্যোগে শীতার্ত মানুষকে উষ্ণতার চাদরে ঢেকে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২১ জানুয়ারি) কর্ণেল হাটের একটি কমিউনিটি সেন্টারে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের কম সৌভাগ্যবান মানুষের পাশে আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ি দাঁড়ানো উচিত। দু:খজনক হলেও সত্র যে, আমরা অনেকেই তা করি না। সরকার কী করবে, কখন করবে সেদিকে তাকিয়ে থাকি। সরকারের পাশাপাশি আমরা সকলেই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই তবে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র।
চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেলের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঋত্বিক নয়ন, মক্কা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আমির হোসেন, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি মো. ইউনুস, সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা আমিন মোঃ সাইফুদ্দিন সাইফুল, সৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লুভন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম লিটন, পাহাড়তলী থানা যুবলীগ নেতা আরিফ, রনি, আজাদ, ফারুক, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা বাবু, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, শাহাদাত প্রমুখ।