Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

শিশু ধর্ষণের অভিযোগে দুজনকে জুতার মালা পড়িয়ে গণধোলাই

ধর্ষণ,জুতার মালা, গণধোলাই

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুজনকে জুতার মালা পড়িয়ে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৫ এপ্রিল) উপজেলার ধর্মপুর ইউপির ৪নং ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মোহাম্মদ জামাল (৪৫) ও মোহাম্মদ ইউসুফ (৬০)।

স্থানীয় রিয়াজসহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়, ১১ বছরের একটি শিশুকে ধর্ষণ করার সময় দেখে ফেলে স্থানীয়রা। এসময় তাদের হাতেনাতে ধরে গলায় জুতার মালা পরিয়ে গণধোলাই দেয়া হয়।

পরে একটি পক্ষ টাকা পয়সা দিয়ে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলেও তাতে স্বজনরা রাজি না হওয়ায় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা তাদের ধাওয়া করে আটকের পর পুলিশের হাতে তুলে দেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, অভিযুক্ত দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ