বাঁশখালী প্রতিনিধি: উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারানোর তিন বছর পূর্ণ হয়েছে। ২০২১ সালের ২৭ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
তার মৃত্যুতে বাঁশখালীর শিক্ষক সমাজের একটি অধ্যায়ের অবসান ঘটে। এই বিজ্ঞ শিক্ষককে হারানোর ক্ষতি পূরণ হবার নয় বলে মনে করেন শিক্ষকসমাজ।
মোহাম্মদ হাফেজুল ইসলাম উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী নজির মার্কেট এলাকায় মৌলানা সাহাব উদ্দিনের বাড়িতে জন্মগ্রহণ করেন।
প্রবীণ শিক্ষক মোহাম্মদ হাফেজুল ইসলামের পুত্র পেকুয়া উপজেলার উপসহকারী কৃষিকর্মর্তা মিরশাদুল ইসলাম জানান, ‘বাবার জন্য বাসায় ছোট পরিসরে খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়েছে। সে তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন