কর্ণফুলী প্রতিনিধি:
নগরের কর্ণফুলী উপজেলায় ঘরের সিলিং থেকে গাঁজাসহ মো. হিসবুল্লাহ প্রঃ রুবেল (২৭) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক রুবেল কক্সবাজারের পেকুয়ার রাজাখালি ইউনিয়নের মোস্তাক বাপের বাড়ির মো. হারুনের ছেলে।
বুধবার (২০ মার্চ) রাতে শিকলবাহার (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনি থেকে ৩৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন সিএসপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তার তথ্যমতে পার্শ্ববর্তী আমানতশা পাড়া এলাকার সাইমুন উদ্দিনের বসতবাড়ির সিলিংয়ের উপর তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। রুবেল বর্তমানে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) আক্তার কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিএসপি/বিআরসি