নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় এক কেজির উপরে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় তিনযাত্রীকে আটক করা হয়।
সোমবার (২২ এপ্রিল) সকালে এনএসআই ও কাস্টমসের সন্দেহ হলে তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, চকরিয়ার মোবারক আলি, সাতকানিয়ার মো. নাজমুল হক এবং সন্দ্বীপের মো. আনোয়ার শাহ।
এনএসআই ও কাস্টমস সূত্র জানায়, আনুমানিক এক কেজির উপরে স্বর্ণ উদ্ধার করা হয়। তারা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিল। ইতোপূর্বে, উক্ত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
সিএসপি/বিআরসি